সাংবাদিকের যে প্রশ্নে খেপে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক : টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে শুরু করে এ প্রজন্মের আরিফিন শুভ সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে।

ঋতুপর্ণা সেনগুপ্ত

সম্প্রতি বাংলাদেশে সফরে এসেছেন পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকায় এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর গণমাধ্যমকর্মীদের প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন এই অভিনেত্রী।

জানা গেছে, বাংলাদেশের এক সাংবাদিক ঋতুপর্ণার বয়স নিয়ে তাকে প্রশ্ন করেন। ৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কীভাবে? তাতেই খেপে যান তিনি। তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই। আর পুরুষদের স্যালারি জিজ্ঞাসা করতে নেই। এবং অভিনেত্রীদের তো একদমই নয়। আর আপনি যে বয়সটা বললেন, সেটা আমার এখনও হয়নি।’

এ সময় ঢাকায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।’

ঢালিউডের অসংখ্য সিনেমাতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা গেছে তাকে। সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করছে ‘স্পর্শ’ শিরোনামে সিনেমা। এতে চিত্রনায়ক নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।

সূত্র ও ভিডিও : মানবজমিন