বিনোদন ডেস্ক : সাংবাদিক দেখলেই ক্ষেপে যান বলিউডের বরেণ্য অভিনেত্রী জয়া বচ্চন। তার প্রমাণ বহুবার দিয়েছেন অমিতাভ বচ্চনের ঘরণী জয়া। গত সপ্তাহে ল্যাকমে ফ্যাশন উইকে এক ফটোগ্রাফার জয়ার ছবি তোলার সময় হোঁচট খান। আর এসময় বর্ষীয়ান এই অভিনেত্রী-সাংসদ বলে বসেন—‘আছাড় খেয়ে পড়লেই ঠিক হতো!’ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে নিন্দার মুখে পড়েছিলেন তিনি।
গতকাল ছিল দিওয়ালি। এদিন ‘প্রতীক্ষা’র বাইরে জড়ো হওয়া মিডিয়া পার্সনদের একপ্রকার তাড়িয়ে দেন জয়া বচ্চন। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, বাংলো থেকে বেরিয়েই রেগে যান জয়া। ফটোগ্রাফারদের দিকে এগিয়ে গিয়ে তিনি বলেন, ‘কীভাবে ফ্ল্যাশ করছে…। অনুপ্রবেশকারী।’ এসময় জয়ার সঙ্গে ছিলেন তার নিরাপত্তারক্ষীরা। তারাও ফটোগ্রাফারদের ক্যামেরা বন্ধ করে চলে যেতে বলেন।
এ ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘সবার উচিত জয়াকে বয়কট করা। উনাকে জাস্ট সাধারণ মানুষের মতো ট্রিট করুন।’ আরেকজন লিখেছেন, ‘তাকে আর সম্মান করাই উচিত নয়।’ একজন লিখেছেন, ‘তাকে এড়িয়ে যান। এই মহিলা আপনাদের সম্মানের মর্ম বুঝে না। ভাবছি, মিস্টার বচ্চন উনার সঙ্গে কেমন আচরণ করেন।’ এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে।
গত দুর্গাপূজায় ভূপালের এক কালী মন্দিরে ছেলে অভিষেককে নিয়ে গিয়েছিলেন জয়া বচ্চন। সেখানে জড়ো হওয়া ভক্তদের মেজাজ দেখান অমিতাভপত্নী। কারণ এসময় সেলফি তোলার জন্য অভিষেককে ছেঁকে ধরেন কিছু ভক্ত। যা একদমই পছন্দ হয়নি জয়ার। ফলে উপস্থিত সবাইকে ধমক দেন জয়া। শুধু তাই নয়, একটু রুক্ষ্মভাবে তাদের চলে যেতে বলেন। নির্দেশ দেন যাতে কেউ আর ছবি না তোলে।
ভোপালে শেষ হয়নি জয়ার এমন আচরণ। ভোপাল থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের উপর চড়াও হন তিনি। তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
গত বছর মেয়ে শ্বেতা বচ্চন নন্দার জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন জয়া বচ্চন। ২০১৩ সালে একবার ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্ন করায় ফটোগ্রাফারদের স্কুল শিক্ষিকার মতো শাসন করেছিলেন জয়া। ধমক দিয়ে জয়া জিজ্ঞাসা করেছিলেন, ‘ঐশ্বরিয়া কী তোমাদের স্কুলের বন্ধু?’
২০১৪ সালেও এক ঘটনা ঘটিয়েছিলেন জয়া। ননদের সঙ্গে লাঞ্চ করতে গেলে কোনো এক সাংবাদিক তাকে অন্যকোনো বিষয়ে প্রশ্ন করেন। তার উত্তরে জয়া বলেন, ‘প্রশ্ন করার জন্য এটা কোনো জায়গা? আমার সঙ্গে চালাকি করো না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।