সাংবাদিকদের ধমকালেন কিয়ারা

কিয়ারা

বিনোদন ডেস্ক : পার্টি কিংবা ছবির প্রচার, সর্বত্রই তাকে হাসিমুখে দেখা যায়। তার চওড়া হাসির ‘ফ্যান’ আট থেকে আশি কমবেশি সকলেই। সেই কিয়ারা আডবাণীকেই কিছু সময়ের জন্য রেগে যেতে দেখা গেল বুধবার।

কিয়ারা

এদিন ২০২৩ সালের অস্কার পুরস্কারের জন্য মনোনীত ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কিয়ারা। সে সময় তার ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন সাংবাদিকরা। একটি সরু জায়গায় এমন কাণ্ডে চিত্রসাংবাদিকদের ধাক্কায় পড়ে যান এক বয়স্ক মানুষ।

ব্যস, তাতেই মেজাজ হারিয়ে ফেলেন কিয়ারা। রেগে গিয়ে কথা শুনিয়ে দেন ওই সাংবাদিকদের। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, কারুকাজ করা সবুজ পোশাক পরা কিয়ারা হেঁটে আসছেন। তখনই তার ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন সাংবাদিকরা। তাদের ধাক্কায় পড়েন যান এক বৃদ্ধ। তারপর দৃশ্যতই অসন্তুষ্ট দেখায় কিয়ারাকে।

সাংবাদিকদের উদ্দেশে নায়িকা বলেন, ‘আপনারা দেখুন সামনে কে আছেন। একজন প্রবীণ মানুষ আছেন আপনাদের সামনে, আর আপনারা এ রকম হুড়োহুড়ি করে যাচ্ছেন।’

গাড়ি-বাড়ি বাদেও যত কোটি টাকার সম্পত্তি রয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবীর

পরে বয়স্ক মানুষটির কাছে গিয়ে ক্ষমা চান কিয়ারা। তাকে হাত ধরে তুলে বসাতেও দেখা যায় অভিনেত্রীকে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমেই ভাইরাল ওই ভডিও। যা দেখে কিয়ারার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনুরাগীরা।