আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জন্য এক সাংবাদিককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। সের্গেই মিখাইলভ নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে রুশ সেনাবাহিনী সম্পর্কে “ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার” অভিযোগ আনা হয়। পরে ‘ফেক নিউজ’ প্রকাশের দায়ে তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শুক্রবার (৩০ আগস্ট) নেট ফ্রিডমস প্রজেক্টের একটি মানবাধিকার গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, দক্ষিণ আলতাই অঞ্চলের শহর গর্নো-আলতাইস্কের প্রসিকিউটররা ৪৮ বছর বয়সী ওই সাংবাদিক “রাজনৈতিক বিদ্বেষ” দ্বারা অনুপ্রাণিত বলে আদালতে উল্লেখ করেছেন।
কারাদণ্ডের পাশাপাশি আদালত মিখাইলভের সাংবাদিকতা ও প্রকাশনা কার্যক্রমের ওপর চার বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, লিস্টকের সাংবাদিক হিসেবে কাজ করতেন মিখাইলভ। ২০২২ সালে তাদরে টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইটে ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিম বুচাতে বেসামরিক হত্যাকাণ্ড এবং দক্ষিণ-পূর্ব শহর মারিউপোলে রাশিয়ার গোলাবর্ষণ ও হত্যাকাণ্ড সম্পর্কে সংবাদ প্রকাশ করায় তিনি গ্রেপ্তার হন।
অধিকার সংগঠনগুলো বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে সেসব এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে, ওই দুই শহর তার মধ্যে অন্যতম। নেট ফ্রিডমস প্রজেক্ট জানিয়েছে, ওই সাংবাদিক বলেছেন তিনি কোনো অন্যায় করেন নি। এই রায়ের বিরুদ্ধে তার আইনজীবীরা কাজ শুরু করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এর আগে সপ্তাহের শুরুর দিকে, মিখাইলভ আদালতকে বলেন, তিনি প্রকাশিত প্রতিবেদনের পক্ষেই অবস্থান করছেন। পাশাপাশি ইউক্রেনে সেনা পাঠানোর জন্য তিনি ক্রেমলিনের কঠোর সমালোচনাও করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।