সাইফুল ইসলাম : মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের কাজে বাধা প্রদান ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এক আইনজীবী। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মাইটিভির মানিকগঞ্জ প্রতিনিধি আজিজুল হাকিম একটি প্রতিবেদন তৈরির জন্য কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য নিতে মানিকগঞ্জ আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে যান। এসময় ভবনের ভেতর থেকে এক নারী কান্নাজড়িত অবস্থায় বের হয়ে আসেন, সঙ্গে ছিলেন আরও কয়েকজন নারী ও পুরুষ। ঘটনাটির প্রেক্ষিতে তথ্য জানতে আজিজুল হাকিম আইনজীবী মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকীর সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। পরে ওই নারী ও পুরুষদের ভিডিও ধারণ করায় আইনজীবী জাহাঙ্গীর আলম সিদ্দিকী সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
সাংবাদিক আজিজুল হাকিম জানান, “আমি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছি এবং হাতে মাইটিভির মাইক্রোফোন ও ক্যামেরা ছিল। এরপরও তিনি পেশাগত কাজে বাধা দেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমাকে ধাক্কা দেন।”
এসময় উপস্থিত ঢাকাপোস্ট ডটকমের রিপোর্টার সোহেল হোসাইন, মোহনা টিভির সাধন সূত্রধর ও কয়েকজন আইনজীবী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই আইনজীবীর সহকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
অভিযুক্ত আইনজীবী মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, “দুপুরে আমার চেম্বারে একটি যৌতুক মামলার সালিশ শেষ করে বের হওয়ার সময় সাংবাদিকরা অনুমতি ছাড়াই ভিডিও করতে থাকেন। আমি প্রশ্ন করলে কিছু কথা কাটাকাটি হয়, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করা অন্যায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



