বিনোদন ডেস্ক : অভিনেতা নির্মাতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হচ্ছেন দাপুটে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। গতানুগতিক ধারার বাইরে জয়ের নতুন শো ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হন চৌকস এই ডিবি প্রধান।
চ্যানেল আইয়ের জন্য ধারণ করা সেই অনুষ্ঠানটি দর্শক দেখতে পারবেন মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টায়।
আলোচিত এই পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি জয় আগেই তার ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এবার ডিবি অফিসে আমি। তবে প্রশ্নের উত্তর দিতে না। হারুন ভাইকে ১৩ টি প্রশ্ন করতে।’
এর আগে চ্যানেল আইয়ে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটির কারণে উপস্থাপক হিসেবে নতুন করে পরিচিতি এনে দেয় জয়কে। নতুন করে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানটিও তার উপস্থাপনার ক্যারিয়ারে অন্যতম যোগ, এমনটাই মনে করেন জয়।
‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠান নিয়ে জয় বললেন, এই অনুষ্ঠানে আমার উপস্থাপনায় ভিন্নধারা থাকছে। শোটি তথ্যবহুল।আগে যত উপস্থাপনা করেছি সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। যদি কোনো অতিথি বিতর্কিত কাজ করে থাকে তাকে খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি।
‘আরও পরিষ্কার করে বলতে গেলে, মানুষ যেভাবে জিজ্ঞেস করা উচিত বলে মনে করেন সেভাবেই এই অনুষ্ঠানের অতিথিদের কাছে প্রশ্নগুলো করা হয়।’
শাহরিয়ার নাজিম জয় বলেন, আমি বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমার আগের অনুষ্ঠানগুলো দেখলেই সেটি স্পষ্ট হবেন। এবারের অনুষ্ঠানটিও অন্যরকম। এই অনুষ্ঠানে ইতোমধ্যেই অতিথি হয়েছেন অনেকে। সবগুলো পর্বই দর্শকদের ভালো লেগেছে। আশা করি, এবারের পর্বটিও সবার ভালো লাগবে।’
সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, চিত্রনায়িকা মৌসুমী, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।