জয়ের ব্যক্তিগত সম্পর্ক ফাঁস করার হুমকি দিলেন অপু বিশ্বাস

জয় ও অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি আলোচনায় থাকেন, থাকেন ভক্তদের হৃদয়েও। এবার তিনি কথা বললেন শোবিজ অঙ্গনের অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে।

জয় ও অপু বিশ্বাস

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে এখন উপস্থাপনাতেই বেশি দেখা যায়। তার উপস্থাপনায় তৈরি অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয় দর্শক মহলে। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণকৃত অতিথিদের ব্যক্তিগত প্রশ্ন করায় অপু বিশ্বাস সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন।

তারকাদের নিয়ে চটকদার অনুষ্ঠানের আয়োজন করেন শাহরিয়ার নাজিম জয়। সেই অনুষ্ঠানে তারকাদের সামনে ব্যক্তিগত প্রশ্ন ছুড়ে দেয়া হয়। সেখানে তারকারা হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়েন। কিন্তু বুদ্ধির জোরে সেগুলো সামলে নেয়ার চেষ্টা করতে দেখা গেছে অনুষ্ঠানে।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘শাহরিয়ার নাজিম জয় হয়তো কোন স্পন্সরের ভিত্তিতে এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করছেন।’

তিনি আরও বলেন, ‘তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেন। যদি তারা উত্তর দিতে রাজি না হন তবু জোর করতে থাকেন সেটে বসে। এতে অতিথিরা অপ্রস্তুত হয়ে পড়েন। এই কাজগুলো একটি অনুষ্ঠানের নিয়মের মধ্যে পড়ে না। দয়া করে তারকাদের ডেকে এনে এভাবে ছোট করবেন না’

জয়কে নিয়ে অপু আরও বলেন, ‘আপনার ব্যক্তিগত বিষয়েও আমি সবকিছু জানি। ফাঁস করে দেব সব? কাগজপত্রও আছে আমার কাছে।’

১১ বার বিচ্ছেদের কথা বলেছেন দীপিকা

বর্তমানে উপস্থাপক হিসেবেই আলোচিত শাহরিয়ার নাজিম জয়। উপস্থাপনায় প্রায় সাত বছর কাটিয়ে দিয়েছেন তিনি। জানা যায়, উপস্থাপনাটা ফাজলামি করেই শুরু করেছিলেন। তবে কোন নিয়ম মেনে শুরু করা হয়নি বলেও জানা গেছে।