জয়ের শখের রেইসিং কারের দাম ১২ কোটি টাকা

Joy

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে প্রায়ই প্রশ্ন উঠতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় চাকরি না করে কিভাবে বিলাশবহুল জীবন যাপন করেন। গত চারমাসের গণমাধ্যমের একধিক রিপোর্টে তথ্যে উঠে এসেছে-তিনি ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছেন।

Joy

এরমধ্যে গত অক্টোবরে আলোচনা আসে বাংলাদেশের নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ।

এবার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশ করেছেন, জয়ের শখের রেইসিং কারের ছবি ও তথ্য। দুটি গাড়ির দাম বাংলাদেশি টাকায় ১৬ কোটি টাকার উপরে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সায়েরের দেয়া পোস্ট তুলে ধরা হলো…

সজীব ওয়াজেদ হতে পারেন বিশ্বের দরিদ্র একটি দেশের সাবেক সরকার প্রধানের ছেলে। কিন্তু শখের দিকে তিনি কোনমতেই মধ্যপ্রাচ্যের কোন রাজপুত্রের চাইতে কম ছিলেন না। এইতো গতবছরই তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কলোনিয়াল চ্যালেঞ্জ কাপ নামের এক কার রেইসে অংশগ্রহণ করেন। এই রেইসে অংশগ্রহণ করতে হলে নিজের রেইসিং কারটিই ব্যবহার করতে হয়।

সজীব ওয়াজেদের বিখ্যাত ম্যাকলারেন ব্রান্ডের দুটি রেইসিং কার আছ, যার একটির মডেল হলো ২০২১ সালের ম্যাকলারেন ৭৬৫ এলটি, আরেকটি হলো ম্যাকলারেন পি১।

কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সং..ঘর্ষ, নিহত ২

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অনুসন্ধানে তার পি১ মডেলের গাড়ির ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন। জানান, ওই গাড়ির বাজার মূল্য ১.২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি টাকা। ২০২১ ম্যাকলারেন ৭৬৫ এলটি গাড়িটি তিনি ওই রেইসে নিবন্ধন করেছিলেন, যার বাজার মূল্য প্রায় ৪১০,০০০ ডলার বা চার কোটি দশ লক্ষ টাকা।