আরএম সেলিম শাহী : শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ এন্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
বুধবার (৮ জানুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মোহাইমিনুল হুমায়ুন জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে আমরা কয়েকজন রঘুনাথ বাজার রোডে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ রাস্তায় চলাচলরত মানুষের হইচই শুনতে পাই। লোকজন সবাই বলাবলি করতে থাকে রাজ ক্রোকারিজ এর ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখা যাচ্ছে। আমি গিয়েও সেটাই দেখতে পাই এবং ছবি উঠাই।
এক পর্যায়ে উত্তেজিত জনতা দোকানে ভাংচুর এবং কর্মচারীর উপর হামলা চালায়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে রাজ ক্রোকারিজ এর ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠার অভিযোগে দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করে নিয়ে যায়।
শেরপুর সদর সার্কেল মো:আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ ক্রোকারিজ এন্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।