বিনোদন ডেস্ক : এই সময়ের ব্যস্ত ও জনপ্রিয় সংগীত তারকা দিলশাদ নাহার কণা। এবারের ঈদ উৎসবে একাধিক গান নিয়ে হাজির হয়েছেন। একক গানের পাশাপাশি একাধিক নাটকের গানেও পাওয়া গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকাকে। সম্প্রতি উন্মুক্ত হয়েছে তার একক গান ‘বাংলা আমার প্রাণ’ শিরোনামের একটি গান, যেটি থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
এদিকে আজ এই গায়িকার জন্মদিন। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার আগে থেকেই ভক্ত অনুরাগী, সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। বিশেষ এই দিনে ঘরবন্দি সময় না কাটিয়ে ইতিমধ্যেই তিনি বেরিয়ে পড়েছেন ফরিদপুরের উদ্দেশ্যে। আজ সন্ধ্যায় সেখানে অংশ নেবেন একটি কনসার্টে। গানে গানে মাতিয়ে তুলবেন পুরো সন্ধ্যা।
দিলশাদ নাহার কণা বলেন, ‘জন্মদিন বলে বাসায় বসে থাকার মেয়ে নই আমি। আমরা শিল্পী, কাজের জন্য আমাদের বের হতেই হয়। বরংচ আরও ভালো হলো যে, আমার জন্মদিনের সন্ধ্যাটা আরও বেশি উৎসবমুখর হবে। শ্রোতাদর্শকদের সঙ্গে দিনটি উদযাপন করতে পারব।’
ঈদ, পহেলা বৈশাখ এবং জন্মদিন একইসঙ্গে হওয়াতে যেন আরও বেশি উচ্ছ্বসিত এই গায়িকা। তিনি বলেন, ‘এবার ঈদের আগের দিন পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে, ঈদের দিন পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। চার ঘণ্টা ঘুমিয়ে কাটিয়েছি। এরকমটা কখনও হয়নি আগে। তাছাড়া সবসময় পহেলা বৈশাখের পরদিন আমার জন্মদিন হওয়াতে আনন্দটা দ্বিগুণ থাকে। কিন্তু এবার তো সঙ্গে ঈদও পেলাম। মনে হচ্ছে জমজমাট আয়োজন এবং উৎসবের মধ্য দিয়ে যাচ্ছি। আনন্দ কোনোভাবেই কমছে না, বরংচ বেড়ে চলেছে যেটা আরও কিছুদিন থাকবে। বলতে পারেন, দারুণ একটা সময় উপভোগ করছি।’
গান প্রসঙ্গে কণা বলেন, ‘বৈশাখের আগের দিন রাতে আমার ইউটিউব চ্যানেলে ‘বাংলা আমার প্রাণ’ শিরোনামে নতুন একটি গান রিলিজ হয়েছে। এটা বৈশাখের গান না ঠিক, দেশাত্মবোধক বলা যায়, গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। এছাড়া এবার ঈদে বেশ কিছু নাটকের গান ইতিমধ্যে রিলিজ হয়েছে, সেগুলো থেকেও ভালো ফিডব্যাক পাচ্ছি। শ্রোতাদর্শকেরা তাদের ভালো লাগা শেয়ার করছেন। খুবই ভালো লাগছে।’
জানা গেছে, চলতি সপ্তাহেই আরও বেশ কিছু নাটকের গান প্রচারের অপেক্ষায় রয়েছে তার। সূত্র : দেশ রূপান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।