স্পোর্টস ডেস্ক : চলতি বছরে টি-২০তে দুর্দান্ত বাংলাদেশ। বছরজুড়ে তিন টি-২০ সিরিজের কোনোটিতেই হারতে হয়নি টাইগারদের। ঘরের মাটিতে দাপুটে ক্রিকেট খেলে তিনটি সিরিজ জিতেছেন শান্তরা। এবার বছরের শেষ দিনে জয় নিয়ে আরও একটি সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইয়ে গড়ানো দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। স্বাভাবিকভাবেই সিরিজ হারার শঙ্কা আর থাকছে না নাজমুল হোসেন শান্তর দলকে। তবে এখানেই থামতে নারাজ দলের ক্রিকেটাররা।
বছরের শেষ টি-২০ ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাওহিদ হৃদয়। তিনি বলেন, ‘চিন্তাভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটিই আছে। আমরা মনে করি এটি একটি ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে, সেটি ওখানে দেখানোর।’
দলের পরিবেশ নিয়ে টাইগার এ ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ সো ফার, দল যখন রেজাল্ট করে, তখন টিমের সব কিছুই ভালো থাকে— এটিই স্বাভাবিক।’
আগামী ৩১ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।