বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও মডেল জয়া আহসানের একটি ছবিতে মন্তব্য করেছিলেন অভিনেতা ওমর সানী। আর এই মন্তব্যের কারণে যে সমালোচনার কবলে পড়তে হবে তা কি ওমর সানী জানতেন? নেটিজেনরা এই মন্তব্যকে কেন্দ্র করে ওমর সানীকে নিয়ে তীব্র সমালোচনায় মেতেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিম ঘুরছে। যেখানে দেখা যায় জয়া আহসানের ছবিতে ওমর সানী মন্তব্য করেছেন ‘ওয়াও।
অর্থাৎ ওমর সানী জয়া আহসানের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আর এতেই আপত্তি নেটিজেনদের।
এর আগে ২০১৯ সালের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছিলেন, শীত একটি পর্দানশীল ঋতু। নারী পুরুষ সবাইকে পোশাকের অশ্লীলতা থেকে মুক্তি দেয়।
এই ক্যাপশনসহ ছবিটির সঙ্গে জয়া আহসানের ছবির মন্তব্য যুক্ত করে মিম বানানো হয়েছে। ছবিটি নেটিজেনরা ব্যাপকভাবে শেয়ার করছেন।
প্রচুর মন্তব্য ভরে গেছে ফেসবুকে। একজন লিখেছেন, ‘ওমর সানী তো দেখছি ডাবল স্ট্যান্ডার্ড পাবলিক। ’
একজন লিখেছেন, ‘জয়া আহসানকে এভাবে দেখে আর কমেন্ট করা থেকে হাতকে আটকাতে পারেনি। ’
সিনেমার ভিলেনদের প্রেমে পড়ে উজ্জ্বল ক্যারিয়ার ছেড়েছিলেন এই সুন্দরীরা
আরেকজন প্রশ্ন রেখে বলছেন, ‘কেন ওমর সানীকে এভাবে ঢালাও মন্তবত করতে হবে। ’
একজন তরুণ নারী চলচ্চিত্রকার মিমটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বেডা মানুষ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।