বাংলাদেশের মাটিতে যাত্রা শুরু হলেও জয়া আহসান শুধু একটি দেশের তারকা নন তিনি দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয়। ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করার পর, গত এক দশকের বেশি সময় ধরে তিনি কলকাতার সিনেমাতেও সমান দাপটের সঙ্গে কাজ করে চলেছেন।

বাংলার সিনেমার দুই প্রভাবশালী তারকা জয়া আহসান ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকের মন কেড়েছে, তেমনি বাস্তব জীবনেও একে অপরকে নিয়ে তাদের অভিজ্ঞতা ভরপুর গল্প আর মজায়। সম্প্রতি এক আড্ডায় জয়াকে নিয়ে নিজের এক মজার অভিজ্ঞতার কথা শোনালেন প্রসেনজিৎ।
প্রসেনজিৎ বলেন, জয়ার একটা অদ্ভুত দিক আছে, ও কোনোদিনই মোটা হবে না। কথাটা বলেই তার মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার ছাপ। কারণ, জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বিশেষ করে রসগোল্লার প্রতি জয়ার ভালোবাসার কথা আলাদা করে উল্লেখ করেন প্রসেনজিৎ। তার ভাষায়, সুযোগ পেলেই রসগোল্লা খায় জয়া, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে এক ফোঁটা ফ্যাটও জমে না। যেন প্রকৃতি তাকে আলাদা করে গড়ে তুলেছে।
এই প্রসঙ্গে আরও মজার একটি ঘটনার কথা শোনান তিনি। হাসতে হাসতে বলেন, একদিন আমি ওকে বলেই ফেললাম, তুই তো আসন করিস না, এক্সারসাইজও করিস না। উত্তরে জয়ার সাবলীল জবাব ছিল, আমার কিছু হয় না। এই আত্মবিশ্বাসী কথায় আরও অবাক হয়ে যান প্রসেনজিৎ।
বর্তমানে জয়া আহসান কলকাতার সিনেমায় নিয়মিত কাজ করছেন। কনটেন্টনির্ভর গল্প, শক্তিশালী নারী চরিত্র এবং ভিন্নধর্মী স্ক্রিপ্ট সব ক্ষেত্রেই তিনি নির্মাতাদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন। বাংলাদেশ থেকে উঠে এসে কলকাতার ইন্ডাস্ট্রিতে এমন গ্রহণযোগ্যতা খুব কম শিল্পীর ক্ষেত্রেই দেখা গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, কাজের দিক থেকেও জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি। তারা দারুণ কিছু কাজ উপহার দিয়েছেন। ‘রাজকাহিনী’, ‘দশম অবতার’-এর মতো একাধিক দর্শক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তারা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


