বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভীষণ অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় ৯৩ বছর বয়সী ইন্দিরা ভাদুড়িকে। পিংভিলার সংবাদ সূত্রে জানা গেছে, পেসমেকার বসানোর সার্জারি হবে তার।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বচ্চন পরিবার একত্র হয়েছিলেন ইন্দিরা ভাদুড়ির ৯০তম জন্মদিন পালন করতে। ভোপালে সবাই মিলে এক হয়েছিলেন। সে সময়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছিল।
হার্টের হৃদস্পন্দনের সমস্যা থাকলে পেসমেকার বসানোর প্রয়োজন পড়ে। জয়া বচ্চনের মা সম্ভবত হার্টের সমস্যায় ভুগছিলেন। তাই পেসমেকার বসানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বচ্চন পরিবার এখন মাঝেমধ্যেই খবরের শিরোনাম হচ্ছে। কখনো অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পরিবারের সমস্যা চলছে বলে গুঞ্জন রটেছে। অন্যদিকে দিকে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার ডেবিউ ‘দ্য আর্চিজ’ মুক্তি পেয়েছে। এ নিয়ে চারদিকে আলোচনা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।