বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই তার অভিনয় দক্ষতা ও রূপ দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। তার ভক্তদের জন্য তিনি সর্বদাই নতুন চমক নিয়ে আসেন, আর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি থাকে বেশ সক্রিয়। সম্প্রতি, জয়া তার নতুন অবতার নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন, যা তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

জয়া আহসান তার ফেসবুকে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল এক চমৎকার মেলবন্ধন- ঐতিহ্য ও আধুনিকতার। ছবিগুলোর মধ্যে তিনি পরেছেন পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যা তার চিরাচরিত স্টাইলের বাইরে গিয়ে ভিন্ন এক রুচি প্রকাশ করেছে। ব্লাউজের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স, যা তার কমফোর্টেবল এবং স্টাইলিশ লুককে সম্পূর্ণ করেছে।
ছবিগুলোতে জয়ার কপালে লাল টিপ, মাথায় লাল-সাদা গোলাপের সজ্জা এবং চোখে স্টাইলিশ রোদচশমা তার লুককে আরও আলাদা করেছে। হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা, যা তার আভিজাত্যপূর্ণ সাজের সঙ্গে পুরোপুরি মানানসই। তবে তার সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।
এছাড়া, তিনি সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন- কখনো আপেল হাতে ধরে, কখনো তা মাথায় ব্যালেন্স করে, আবার কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্যজনকভাবে লিখেছেন, আপেল হয়ো না।
তার এই অনন্য ফ্যাশন স্টাইল ও কল্পনাপ্রবণ ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা তার এ লুক দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, খুব সুন্দর লাগছে! আবার অন্য একজন লিখেছেন, লাভ অফ মাই লাইফ। অনেকেই মজা করে লিখেছেন, পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, জল নিয়ে আয়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



