জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নূর ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডিতরা হলেন- পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আতাউর রহমান (৬৭), তার স্ত্রী মেরিনা বেগম (৫৮) এবং একই গ্রামের আমজাদ হোসেন (৬৬)।
মামলার বরাত দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ওই উপজেলার আজরা সিধুইল গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে মঞ্জিলা ওরফে মুরশিদা। তার সৎ মায়ের খালাতো ভাই হলেন আতাউর রহমান।
পিপি বলে, আতাউর ২০০০ সালের ১২ মে মঞ্জিলাকে ভালো জায়গায় বিয়ে দেবেন বলে তার বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে পরিকল্পনা অনুযায়ী, মঞ্জিলার উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ-সম্পদ আত্মসাৎ করার উদ্দেশে আসামিরা তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের আপন মা বাদী হয়ে মামলা করেন। এই আইনজীবী আরও বলেন, এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে বুধবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।