জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনা বেগম জেলার পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালর ২৫ মার্চ সকালে পাঁচবিবি উপজলার দরগাপাড়া গ্রামে বাড়ির পাশের খড়ের গাদায় খড় খুলছিলেন আবু তাহের নামে এক ব্যক্তি।
সেসময় পুর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে আহত করে। এ সময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারপিট করে গুরুতর আহত করে পালিয় যায়। তখন স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতাল ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। এরপর তার বাবা আবু তাহের পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, এ মামলার দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম ৫ জনের ফাঁসির রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এ মামলার আসামি আমিনা বেগম পলাতক ছিলেন।
আম্রপালির তৃষ্ণা মেটালেন নিরহুয়া, ভিডিও দেখে হুঁশ উড়ল ভক্তদের
এরপর সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।