জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র।
কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত চিঠিতে দেখা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে সম্পৃক্ততায় মেয়াদোত্তীর্ণ জয়পুরহাট জেলা যুব দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো মর্মে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণার চিঠি পাঠানো হয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ১০ ফেব্রুয়ারি এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রকে আহ্বায়ক ও মুক্তাদুল হক আদনানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। এই কমিটির বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। তবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি।
জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পাশাপাশি দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কমিটি বর্তমান জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।