জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
শুক্রবার সংগঠনটির প্রচার বিভাগ কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, সকাল ১০টায় শাখার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সদস্য সমাবেশে ২০২৫ সেশনের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোয়ন সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভাপতি নির্বাচনের জন্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিবকে সভাপতি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত সভাপতি মুহিব সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেন।
সমাপনী সেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ, সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ অন্যান্য শিবির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর প্রায় ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা আত্মপ্রকাশ করে। ওই কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ছিলেন বাংলা বিভাগের মুহিবুর রহমান এবং প্রচার সম্পাদক ছিলেন দর্শন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ওরফে সাকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।