গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

যুবলীগ নেতা

জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যুবলীগ নেতা

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা হামলা করে এ হত্যাকাণ্ড ঘটায়। এসময় দুর্বৃত্তদের হামলায় আরও একজন গুরুতর আহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলযোগে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ও কবির মিয়া বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জের বাড়িতে ফিরছিলেন। পথে শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কতিপয় দুর্বৃত্ত রশি টেনে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ধারালো ছুরি দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

সঙ্গে থাকা অপর নেতা কবিরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে জাহিদুল ইসলামকে চিকিৎসক রমেক ( রংপুর মেডিক্যাল কলেজ) হাসপাতালে রেফার্ড করেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত পৌনে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

‘পুষ্পা: দ্য রাইজ’ আইটেম গান নিয়ে মত বদলালেন সামান্থা

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫ টায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।