বিনোদন ডেস্ক : জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরকে নিয়ে বির্তকিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তবে সপ্তাহ না পেরুতেই প্রশংসায় ভাসছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ তারকা।
অবশ্য এ প্রশংসা মিশা সওদাগরকে নিয়ে নতুন কোনো মন্তব্য নিয়ে নয়; ইসলাম ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নিয়ে ফেসবুকে এক পোস্টের কারণে প্রশংসিত হচ্ছেন বাপ্পি।
‘ভালোবাসার রঙ’ খ্যাত নায়ককে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
গত ৮ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন বাপ্পি। যেখানে দেখা যাচ্ছে, শহরের কোনো এক ভবনের খোলা আঙিনায় চেয়ারে বসে চাঁদের আলো উপভোগ করছেন বাপ্পি। তার শরীরে রাতের শীতল হাওয়া লাগছে। আশপাশের গাছে পাতাও নড়ছে উদ্যম হাওয়ায়। ক্যামেরায় এ নায়ককের মুখখানা অস্পষ্ট। তবে ঠিকই চেনা যাচ্ছে তাকে। বাপ্পির খুব কাছেই কোনো এক যুবক জায়নামাজ বিছিয়ে মাথায় টুপি দিয়ে এশার নামাজ আদায় করছেন।
ভিডিওর ক্যাপশনে ওই যুবকের নামাজের বিষয়টি আলোচনায় আনলেন বাপ্পি। তিনি লিখলেন, ‘হাজার ব্যস্ততার মাঝে এই ভাইটা তার সব কাজ ফেলে আল্লাহর ইবাদত করতে ভুলে নাই। তাই মনে রাখতে হবে সব কিছুর উপরে আমাদের ইবাদতটাই শ্রেষ্ঠ।’
ফেসবুকে বাপ্পি এই পোস্ট মনে ধরেছে নেটিজেনদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে।
কমেন্টে এ চিত্রনায়কের উদ্দেশ্যে একজন লিখেছেন, আপনার উপর ভালোবাসাটা কয়েকগুণ বেড়ে গেল। আরেকজন লিখেছেন, মানুষ মানুষের জন্য। এটা আপনি আবার প্রমাণ করলেন ভাই, ভালোবাসা রইল।
প্রসঙ্গত, সম্প্রতি তানভীর তারেকের উপস্থাপনায় ‘রাত আড্ডা’ নামে এক রেডিও লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে মিশাকে সুবিধাবাদী মানুষ বলে মন্তব্য করেন বাপ্পি। যা নিয়ে বিতর্কের ঝড়ে পড়েন ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ সিনেমার নায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।