যুবরাজের মায়ের বাড়িতে চুরি, খোয়া গেল নগদ টাকা-গহনা

যুবরাজের মায়ের বাড়ি

স্পোর্টস ডেস্ক : যুবরাজ সিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভারতের সাবেক ক্রিকেটারের পঞ্চকুলায় যে বাড়ি রয়েছে সেখানে চুরি হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, নগদ ৭৫ হাজার রুপি এবং বিভিন্ন ধরনের গহনা খোয়া গেছে। চুরির ঘটনায় সন্দেহের আঙুল উঠেছে বাড়ির দুই গৃহ পরিচারকের দিকে। তবে ছয় মাসে আগে চুরির ঘটনা টের পাওয়া গেলেও শুক্রবার অভিযোগ দায়ের হয়েছে।

যুবরাজের মায়ের বাড়ি

এ নিয়ে যুবরাজের মা শবনম জানিয়েছেন, বাড়ি দেখাশোনা করার লোক ললিতা দেবী এবং রান্নার লোক বিহারের সিলদার পাল সন্দেহের তালিকায় রয়েছেন। তিনি ২০২৩-এর সেপ্টেম্বর থেকে গুরুগ্রামের অন্য বাড়িতে রয়েছেন।

এর আগে গত বছরের ৫ অক্টোবর সেক্টর ফাইভের বাড়িতে ফেরার পর তিনি বুঝতে পারেন, নগদ ৭৫ হাজার টাকা এবং দু’তলার কাবার্ডের মধ্যে থাকা বেশ কিছু জিনিস নেই।

এ বিষয়ে তিনি প্রথমেই পুলিশের দ্বারস্থ হননি। ব্যক্তিগত ভাবে তদন্ত করিয়ে জিনিসগুলি খুঁজে বার করার চেষ্টা করেন। তবে সাফল্য না পেয়ে তিনি শুক্রবার রাতে থানায় অভিযোগ জানান তিনি।

দীপাবলির উৎসবে বাড়ি ফিরে গিয়েছিলেন ললিতা দেবী এবং সিলদার দু’জনেই। তার পরে আর কেউই ফেরেননি। এমনটি জানিয়েছেন শবনম।

ডিমের সঙ্গে কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে

ইতিমধ্যে শবনমের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করছে। তবে মনসা দেবী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদমাধ্যমকে কোনো তথ্য দিতে চাননি। তিনি বলেছেন, ‘যদি সংবাদমাধ্যমকে সব জানিয়ে দিই তা হলে চোরেদের ধরব কী করে?’