আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের উপায় জানেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার মিত্র ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেন, এই দুই দেশের মধ্যে যুদ্ধের মীমাংসা করা সম্ভব। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরামর্শও দেবে বলে মন্তব্য করেন তিনি।
আগামী ১৮ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হতে যাচ্ছে বলসোনারো ও জেলেনস্কির। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মারানহাও সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জইর বলসোনারো বলেন, ‘আমি তাকে আমার মতামত জানাবো, আমি যা মনে করি।… আমি জানি, কীভাবে এটা সমাধান করা যেতে পারে। তবে আমি কাউকে বলবো না’।
এর আগে, বলসোনারো বিস্তারিত না বলে ইউক্রেনের যুদ্ধ অনেকটা আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ১৯৮২ সালের সংঘাতের মতো অবসান হতে পারে বলে পরামর্শ দিয়েছিলেন।
১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। সেই বছরের এপ্রিল শুরু হওয়া সংঘর্ষে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে আর্জেন্টিনা তাদের বাহিনী মোতায়েন করে। পুনরুদ্ধারে একটি নৌ টাস্ক ফোর্স পাঠায় ব্রিটেন। দুই মাসের সংঘর্ষের পর আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর্জেন্টিনা।
সূত্র: আল জাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।