জুমবাংলা ডেস্ক : আট বছর পলাতক থাকার পর যুদ্ধাপরাধ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮টার দিকে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন (৮০)। তিনি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা চাঁনপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ এবং এসআই এনামুল হোসেন ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বেলায়েতকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে একটি মামলা হয়। মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সীমা রানী সরকার, ডিএসবির ওসি এমএম মাইনুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।