জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঢাকায় বিচার বিভাগীয় কর্মচারীরা দেড় ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সোমবার (০৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন-এ কর্মবিরতি পালন করে।
এদিন সকাল সাড়ে ৯ টায় সংগঠনটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি শুরু করে।
এসময় বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের কর্মরত কর্মচারীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ব্যানার নিয়ে উপস্থিত হন।
প্রায় দেড় ঘণ্টা কর্মবিরতি শেষে সকাল ১১ টায় তারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শেষ করেন। পরে কর্মচারীরা নিজ নিজ আদালত ও ট্রাইব্যুনালে ফিরে যান।
শতাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি: ডিএমটিসিএল-এর নতুন কর্মসংস্থান সুযোগ
এর আগে, গত ১৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মো. রেজোয়ান খন্দকার-এ কর্মসূচি ঘোষণা করেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.