জুমবাংলা ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো একটি ভেড়ায় বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন১) শনাক্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইংল্যান্ডের ইয়র্কশায়ারে একটি ভেড়ায় রুটিন পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস ধরা পড়ে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ঘটনায় জনসাধারণ বা অন্যান্য গবাদিপশুর জন্য সংক্রমণের ঝুঁকি খুবই কম।
ভাইরাসটি শনাক্ত হওয়া ভেড়াটি এমন একটি খামারে ছিল, যেখানে আগেও বার্ড ফ্লু আক্রান্ত পাখির সন্ধান মিলেছিল। তবে আশার কথা, আক্রান্ত ভেড়াটি বাদে একই পাল বা অন্য কোনো ভেড়ার মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের প্রধান পশুচিকিৎসক ক্রিস্টিন মিডলমিস জানান, আক্রান্ত ভেড়াটিকে ইতোমধ্যে নিধন করা হয়েছে এবং ভাইরাস ছড়ানো রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, যদিও গবাদিপশুর জন্য ঝুঁকি কম, তবে সকল খামার মালিককে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানাই। পাশাপাশি, কোনো সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর পরামর্শ দিচ্ছি।
বার্ড ফ্লু সাধারণত শ্বাসযন্ত্রের মারাত্মক সংক্রমণ ঘটায় এবং এটি নিউমোনিয়াসহ প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা এইচ৫এন১ ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণ করছেন। কারণ, এটি ভবিষ্যতে মানবদেহে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এই ভাইরাস সাধারণত মানুষের মধ্যে সরাসরি সংক্রমণ ঘটায় না। তবে পাখি ছাড়াও এটি অন্যান্য প্রাণীর মধ্যে শনাক্ত হয়েছে, যেমন বিড়াল, শিয়াল, ওটার, বুশ ডগ ও শূকর। সম্প্রতি, যুক্তরাষ্ট্রে দুগ্ধ গরুর মধ্যেও এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে, যা বিজ্ঞানীদের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (ইউকেএইচএসএ) বিশেষজ্ঞ ড. মীরা চাঁদ জানান, বিশ্বজুড়ে আমরা দেখছি যে, কিছু স্তন্যপায়ী প্রাণী বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে। তবে বর্তমান তথ্য বলছে, এই ভাইরাস সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং সাধারণ মানুষের জন্য এর ঝুঁকি এখনো খুবই কম।
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে: তারেক রহমান
যুক্তরাজ্যের খাদ্য মান নিয়ন্ত্রণ সংস্থার প্রধান বিজ্ঞান উপদেষ্টা রবিন মে জানান, আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই, এই ভাইরাস খাবারের মাধ্যমে সংক্রমণ ঘটাতে পারে। তাই ভোক্তাদের জন্য খাদ্য নিরাপত্তার ঝুঁকি খুবই কম।
বিশেষজ্ঞদের মতে, যদিও ভাইরাসটি নতুন প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ছে, তবে সতর্কতা অবলম্বন করলেই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।