যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা টমি লি জোনসের মেয়ে। যদিও এ অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ভিক্টোরিয়া ছিলেন টমি লি জোনস ও তার সাবেক স্ত্রী কিম্বার্লি ক্লাফলির মেয়ে। বাবার মতো তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অতিথি হোটেলের কর্মীদের খবর দেন।
পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে তারা সান ফ্রান্সিসকো ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পান। পরে তাকে উদ্ধার করা হয়।
অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন ভিক্টোরিয়া। ২০০২ সালে বাবার চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’–এ তিনি প্রথম অভিনয় করেন।
পরে ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও কাজ করেন, যেখানে তার সৎমা ডন লরেল জোনস ছিলেন স্টিল ফটোগ্রাফার। এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’–এর একটি পর্বেও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


