বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে, সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিলেন আদালত। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।
স্কাই নিউজ জানিয়েছে, মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।
আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না।
এদিকে, হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডেন প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না। অন্যদিকে টিকটককে নিষেধাজ্ঞায় বিরোধিতা করা ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণ করবেন।
‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রুশ প্রত্যাশিত ছিল। সবার একে সম্মান জানানো উচিত। শিগগিরই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার তাঁর সঙ্গে টিকটকসহ নানা বিষয়ে কথা বলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।