যুক্তরাষ্ট্রে নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১০ লাখ মার্কিন ডলার

lotery

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক ফুটবলপ্রেমী যেন ভাগ্য দেবীর আশীর্বাদে ধন্য। নাশতা কিনতে গিয়ে পাওয়ারবল লটারির একটি টিকিট কিনেছিলেন তিনি। লটারির ফলাফল ঘোষণার পরই জানতে পারেন, তিনি জিতে গেছেন বিশাল অঙ্কের পুরস্কার ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৯২ লাখ টাকা।

lotery

সাউথ ক্যারোলাইনার লোকান্ট্রি এলাকার বাসিন্দা এই ফুটবলপ্রেমী খেলা দেখার জন্য টেলিভিশনের সামনে বসে উপভোগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। নাশতা কেনার জন্য স্থানীয় একটি দোকানে গিয়ে পাওয়ারবল লটারির টিকিটও কিনে ফেলেন। কিন্তু সেই মুহূর্তে তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি, একটি টিকিট তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।

পাওয়ারবল লটারির ড্রয়ের পর তিনি জানতে পারেন, তার টিকিটের নম্বরগুলো ড্রয়ের প্রথম পাঁচটি নম্বরের সঙ্গে মিলে গেছে। নম্বরগুলো ছিল ২-১২-৪৬-৫২-৬৫। সাউথ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষকে নিজের জয়ের খবর জানিয়ে তিনি বলেন, এটা একদম বুনো উন্মাদনার মতো ছিল।

জেতা অর্থ তিনি ভবিষ্যতের জন্য জমা রাখার পরিকল্পনা করেছেন। লটারি জেতার মুহূর্তটি তার জন্য দারুণ আনন্দদায়ক হলেও, তিনি অর্থ ব্যবহারে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলের গোডাউনে আগুন

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারির টিকিট বিক্রি হয়। মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশন এই লটারির কার্যক্রম পরিচালনা করে। প্রতি বছর অসংখ্য মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে এই লটারি টিকিট কেনেন। তবে এত বড় পুরস্কার জেতা সবসময়ই বিরল।

নাশতার সঙ্গে কিনে নেয়া একটি সাধারণ টিকিট যে কারও ভাগ্য বদলে দিতে পারে এ ঘটনা তারই দৃষ্টান্ত।