জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জুলাই আন্দোলন আমরা সব দল একসঙ্গে করেছি। এখন একটি গোষ্ঠী নিজেরা আন্দোলনের ক্রেডিট নিয়ে ক্ষমতায় বসেছে। এখন তারা বলছে, তাদের দেওয়া নিয়ম মেনে দেশ পরিচালনা করতে হবে। বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে। এটাতো সেই পতিত স্বৈরাচারেরই পদ্ধতি।’
আজ শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ক্ষমতার জন্য তারা শেখ হাসিনার মতো স্বৈরাচারী পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছে। দেশ পরিচালনা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে।’
আকাশে দেখা যাবে ব্লাড মুন, ফের মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে গোটা বিশ্ব
এ সময় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় ত্রাণকর্তা হিসেবে কাজ করেছে, উদ্ধার করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান রয়েছে, তা নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে হবে। সরকার অনেক ধরনের ডিকলারেশন দিচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকার করেও ডিকলারেশন দিতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।