জাহিদ ইকবাল : জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা লাভ করেছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের প্রতিবেদক জুনাইদ আল হাবিব।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠকদের পক্ষ থেকে তাকে একটি সম্মাননা ক্রেস্ট ও আর্থিক চেক প্রদান করা হয়।
‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল জেএএম সংস্থা।
জুনাইদ আল হাবিব বর্তমানে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে তিনি ঝুঁকি নিয়ে দৃশ্যমাধ্যমে মাঠপর্যায়ের খবর, বাস্তব চিত্র ও তাৎক্ষণিক তথ্য তুলে ধরেন, যা গণমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।
এদিন একই অনুষ্ঠানে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আহত প্রায় ১ হাজার ২০০ জনের মাঝে ‘আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা’ স্মারক প্রদান করা হয়।
আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


