জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে দেশের জনগণ যে নির্যাতন সহ্য করেছে, তারই পুনরাবৃত্তি গত ১৬ মাসে দেখা গেছে। তাই নির্বাচনে ব্যালেটে বিপ্লব ঘটাতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতোই আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সময়।
জনগণকে এখন এমন জোটকে ভোট দিতে হবে, যারা তাদের মুক্তি নিশ্চিত করবে। ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনের প্রার্থী জোবায়রুল আরিফকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে যদি কোনো ষড়যন্ত্র ঘটে, ছাত্র-জনতা তা প্রতিহত করবে। তিনি জনগণকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় এনসিপি ও ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মনিরা শারমিন, জোবায়রুল আরিফ, সুজা উদ্দিন, সাগুফতা বুশরা মিশমা এবং তারিকুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


