জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেমদের অবদানের স্বীকৃতি দিতে হবে: হেফাজত আমির

hefajot amir

জুমবাংলা ডেস্ক : জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেম-ওলামাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, ফ্যাসিস্ট, জালিম শাহীর পতনে রক্তাক্ত আত্মত্যাগ ও শাহাদাতের নজরানার মাধ্যমে ঐতিহাসিক জুলাই বিপ্লবে কওমী ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীরা যে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তা অনস্বীকার্য। ওলামায়ে কেরামের এ সমুজ্জ্বল অবদানের ইতিহাস চেপে রাখার সব ধরনের চক্রান্ত কঠোরভাবে রুখে দিতে হবে।

hefajot amir

শনিবার কক্সবাজার সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংস্কারের নামে ঈমানী চেতনা ও ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত যেন না নেয়া হয় সে ব্যাপারে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হেফাজত আমির বলেন, হেফাজতে ইসলাম সবসময় ইসলামের পক্ষে, দেশ ও জাতির স্বার্থে সমুন্নত অবস্থান ও স্বকীয় বৈশিষ্ট্যে অটল-অবিচল। কোন ব্যক্তি বিশেষের মতবাদ বা বস্তুবাদ দিয়ে প্রকৃত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা বা প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ঈমান-আকিদা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রমকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ড. হারুন আজিজী নদভী, কক্সবাজার জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ আবদুল হক, মাওলানা আবছার উদ্দিন, সদস্য মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ ও মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।