আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে। সীমান্তে সেনাদের মধ্যে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে। এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক গভীর খাদে পড়ে অন্তত তিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন—অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানায়, দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে, ৪৪ নম্বর জাতীয় সড়কে। সেনাবাহিনীর ট্রাকটি জম্মু থেকে শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ ছিল।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি সড়কে চলার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে সেনা সদস্যদের মৃতদেহ, ব্যক্তিগত জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম স্থান ও খাড়া ঢালু হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।