আন্তর্জাতিক ডেস্ক : জুনের শুরুতে বৈশ্বিক তাপমাত্রা আগের সকল রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে ইউরোপীয় উইনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণকারী ইউনিট।
ইইউয়ের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের উপ পরিচালক সামান্থা বার্গেস গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, চলতি মাসের প্রথম দিকে বৈশ্বিক তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি।
কোপার্নিকাস ইউনিটের গবেষকেরা বলেছেন, শিল্প যুগের আগের সময়ের চেয়ে এই জুনে তাপমাত্রা দেড় ডিগ্রি সেলিয়াস বেড়েছে। এমন ঘটনা প্রথমবারের মতো ঘটল।
গত ৮ ও ৯ জুন বিশ্বব্যাপী গড় দৈনিক তাপমাত্রা একই দিনের আগের রেকর্ডের তুলনায় প্রায় শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল বলেও তাঁরা জানিয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাবে তাপমাত্রা বাড়ছে। কোপার্নিকাসের গত মাসের রেকর্ড বলছে, বিশ্বের মহাসাগরগুলোর বায়ুমণ্ডল অন্য যে কোনো মে মাসের তুলনায় এ বছরের মে মাসে বেশি ছিল।
সামান্থা বার্গেস বলেছেন, এল নিনোন প্রভাব অব্যাহত থাকবে এবং আগামী বছর বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং পরিবেশ বিপর্যয় মোকাবিলা করতে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এ ব্যাপারে মানুষের মধ্যে কোনো হেলদোল নেই। যেভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, তাতে গড় তাপমাত্রা শিল্পযুগের আগের সময়ের তুলনায় ২ দশমিক ৮ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
গুতেরেস সতর্ক করে বলেন, আমরা ক্রমশ বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছি। এখনই সতর্ক না হলে পৃথিবীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। উন্নত দেশগুলো জলবায়ু প্রতিশ্রুতি পূরণ করছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।