Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কুবি শিক্ষার্থী ও মা হত্যাকাণ্ড; আসামির ফাঁসির দাবি
    জেলা প্রতিনিধি
    Bangladesh breaking news ক্যাম্পাস বিভাগীয়

    কুবি শিক্ষার্থী ও মা হত্যাকাণ্ড; আসামির ফাঁসির দাবি

    জেলা প্রতিনিধিTarek HasanSeptember 23, 20253 Mins Read
    Advertisement

    হাসিন আরমান: কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যাকারী আসামির দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা।

    কুবি

    সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার টাউনহলে এই কর্মসূচি করা হয়। এই কর্মসূর্চিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সাথে নিহত সুমাইয়ার ভাই সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন। 

    সুমাইয়ার সহপাঠী মন্দিরা দাস বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি ঘোষণা করছি—এগুলো করার মূল উদ্দেশ্য হলো সবাইকে স্মরণ করানো যে আমরা ভুলি নাই এবং আমাদের সহপাঠীর হত্যাকাণ্ড গভীরভাবে আমাদের মনে আছে। এসব কর্মসূচির মাধ্যমে আমরা পুলিশ ও প্রশাসনকে জনাতে চাই; যেন তারা দ্রুত ও জবাবদিহিমূলক ব্যবস্থা নেয়। আমরা নির্দিষ্ট একটি সময়সীমা দিয়েছি; তাৎক্ষণিক কোনো সাড়া না পেলে আমরা আরও কঠোর আন্দোলন চালাবো। এই ঘটনার পর থেকে আমরা গভীরভাবে ট্রমায় আছি—তিন বছর একসাথে ক্লাস করা, পাশাপাশি পরীক্ষা দেওয়া, এসব স্মৃতি আজ শূন্যে পরিণত হয়েছে—এটাই আমাদের জন্য বিশাল শোক ও ব্যথার বিষয়।’

       

    তিনি আরও বলেন, ‘পরিবার থেকে পাওয়া সহায়তা আংশিক—ছোট ভাই আমাদের সাথে যোগাযোগ রেখেছে। কিন্তু বড় ভাই প্রায় সামনে আসেননি এমনকি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি, যা আমাদের মধ্যে সন্দেহ ও প্রশ্ন বাড়িয়েছে। আমরা চাই স্পষ্ট ও দ্রুত ন্যায়বিচার হবে। বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কিছু সাড়া দিয়েছে এবং উপাচার্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তবুও যদি সময়মতো তাদের জবাবদিহি না ঘটে আমরা চুপ করে থাকব না এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

    একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, ‘এতোদিন পরও আমাদের কাছে সুমাইয়াকে কেন হত্যা করা হলো—এটি সম্পর্কে কোনো স্পষ্ট বার্তা বা ব্যাখ্যা দেওয়া হয়নি। পুলিশ নানা আশ্বাস দিচ্ছে, বলছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষ পেলে ফাঁসিও হবে। তবে বাস্তবে আমরা এখনও কোনো বিচারমূলক অগ্রগতি দেখতে পাননি। পনেরো দিন কেটে গেল—প্রশাসন ও তদন্তের এই ব্যবধান আমাদের অনিশ্চয়তায় রাখছে।’

    তিনি আরও বলেন, ‘আমরা দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ চাই। কেবল আশ্বস্ত করার বাক্য নয়। আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডে শুধুই মোবারকই দায়ী নাকি আরও কেউ জড়িত আছে—তদন্তে কি কী উদঘাটন হয়েছে তা জানতে চাই। আমরা অনিশ্চিততার প্রতিশ্রুতি চাই না। তাড়াতাড়ি নিরপেক্ষ ও স্পষ্ট বিচারের দাবি করছি এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি-মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি।’

    নিহত সুমাইয়া আফরিনের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমার মা ও বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে জেনেছি, ঘটনার মূল আসামি পূর্বেও একই ধরনের অপরাধে জড়িত ছিলেন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। কিন্তু তাকে আগে কেন গ্রেফতার করা হয়নি এবং কেন জামিনে বাইরে ছিলো—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমার মা ও বোনের হত্যাকারীকে দ্রুত  সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’

    তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামি একবার বাড়ি থেকে বের হয়ে পরে আবার ফিরে আসেন। সে কোথায় গিয়েছিলো এবং কী নিয়ে ফিরে এসেছে—এ বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। পাশাপাশি ঘটনার পনেরো দিন পেরিয়ে গেলেও এখনো পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হয়নি—যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত রিপোর্টগুলো প্রকাশ করে সত্য উদঘাটন করা হোক এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

    নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক

    উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর কুমিল্লা শহরের কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম। এ ঘটনায় হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোবারক হোসেন নামক এক কবিরাজ। পুলিশ জানিয়েছে সুমাইয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন মোবারক।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও bangladesh crime news Bangladesh-Police bangladesh, bd news update breaking candle light protest Cumilla University human rights violation justice for sumaiya law and order mother daughter murder murder investigation news student movement student protest sumaiya afrin murder অপরাধের বিচার আসামির কুবি কুবির শিক্ষার্থী কুমিল্লা কুমিল্লা পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লার ঘটনা ক্যাম্পাস তাহমিনা বেগম দাবি, দ্রুত বিচার ধর্ষণ ও হত্যা প্রতিবাদ ফাঁসির ফাঁসির দাবি বিচারহীনতা বিভাগীয় মা মা-মেয়ে হত্যা মানবাধিকার মোবারক হোসেন মোমবাতি প্রজ্জ্বলন শিক্ষার্থী সুমাইয়া আফরিন হত্যাকাণ্ড
    Related Posts
    আখতারের ওপর ডিম

    নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক

    September 23, 2025
    দূরপাল্লার বাস বন্ধ

    রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীরা চরম ভোগান্তিতে

    September 23, 2025
    মালামাল লুট

    নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ লাখ টাকার মালামাল লুট

    September 23, 2025
    সর্বশেষ খবর
    কুবি

    কুবি শিক্ষার্থী ও মা হত্যাকাণ্ড; আসামির ফাঁসির দাবি

    আখতারের ওপর ডিম

    নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক

    নেতাদের সঙ্গে বৈঠক

    গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

    নিষেধাজ্ঞা

    ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলিদের লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেবে সিঙ্গাপুর

    দূরপাল্লার বাস বন্ধ

    রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীরা চরম ভোগান্তিতে

    মালামাল লুট

    নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ লাখ টাকার মালামাল লুট

    বহিষ্কার

    কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

    বিক্ষোভ

    নাইজেরিয়ায় নারীদের সংরক্ষিত আসনের দাবিতে বিক্ষোভ

    ছুরিকাঘাত করে হত্যা

    রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর নিহত

    বরখাস্ত

    ধর্ষণের শিকার শিশুর পিতাকে গালি দেয়া সেই চিকিৎসক বরখাস্ত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.