আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ সম্মেলনে এসে ভারতে আটকে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন তাকে নিতে ভারত আসছে বিকল্প উড়োজাহাজ। খবর টরেন্টো স্টারের
টরেন্টো স্টার জানিয়েছে, একটি সিসি-১৫০ পোলারিস উড়োজাহাজ ওন্টারিওর সামরিক ঘাঁটি ছেড়েছে। লন্ডনে এটির সঙ্গে যোগ দেবে আরেকটি সিসি-১৪৪ চ্যালেঞ্জার উড়োজাহাজ। এগুলো সোমবার রাতের মধ্যে ভারত পৌঁছাতে পারে।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকালের মধ্যে ট্রুডোসহ প্রতিনিধি দল ভারত ছাড়তে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজ মেরামতের জন্য একজন টেকনিশিয়ান ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। টেকনিশিয়ান যদি মেরামত করতে না পারেন তাহলে বিকল্প উড়োজাহাজ প্রতিনিধি দলকে কানাডা নিয়ে যাবে।
গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন রবিবার শেষ হওয়ায় ওই দিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।