লাইফস্টাইল ডেস্ক : একটু ভাবুনতো, সবার মাঝে যখন আপনার জুতা থেকে দুর্গন্ধ আসছে, কী বিশ্রী রকমের দুর্গন্ধ হয়, যা শুধু সেই ব্যক্তিকে নয় বরং আশেপাশের সকল মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। অফিসে, বাসায় স্কুল কিংবা কোথাও বেড়াতে গেছেন সেখানে এখন আপনাকে জুতা খুলতেই হবে! আর কোন উপায় নেই। কিন্তু জুতা খুললেইতো সর্বনাশ! পায়ের মান-সম্মানতো আর থাকবে না। পায়ের দুর্গন্ধে আশেপাশের মানুষের কাছে লজ্জিত হতে হবে।
তাই মন খারাপ করে এটা ভাবা- “কেন আমার পায়েই এমন বিশ্রী দুর্গন্ধ হয়!” এটা কি কোন রোগ? এ থেকে মুক্তির উপায় কী? এই সমস্যা আমাদের যতটা কষ্ট দেয় বা ভাবায়, আসলে এটা তেমন কোন বড় সমস্যাই না। অল্প কিছু টিপস জানলেই এই বিরক্তিকর সমস্যা থেকে বাঁচতে পারেন। চলুন তবে জেনে নেই, কেন জুতায় দুর্গন্ধ হয় আর কী করেইবা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে বিস্তারিত!
জুতা থেকে পায়ে দুর্গন্ধ হবার কারণ ও পরিত্রাণের উপায়
পায়ের দুর্গন্ধ হবার মূল কারণ পা ঘেমে যাওয়া এবং এই ঘামের কারণেই ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আর এই ব্যাকটেরিয়া থেকেই হয় বিশ্রী দুর্গন্ধ। যাদের পা খুব বেশি ঘামে তাদেরকে এই সমস্যায় বেশি পড়তে হয়। দুর্গন্ধ হওয়ার কারণে জুতা খোলার সাথে সাথেই এই বিশ্রি দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পরে। যা নিজের জন্য লজ্জাজনকতো বটেই, অন্যান্যদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয়। এই অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে আমরা চাইলেই খুব সহজে মুক্তি পেতে পারি। ঘরে বসে এবং সম্পূর্ণ বাসায় থাকা কিছু জিনিস ব্যবহার করলেই এ থেকে পরিত্রাণ পাবেন। তো আর দেরি না করে, চলুন জেনে নেই কিছু সহজ ঘরোয়া পদ্ধতির কথা যা থেকে আমরা মুক্তি পেতে পারি এই সমস্যা থেকে!
১) বেকিং সোডা
দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর একটি উপায় হচ্ছে বেকিং সোডা। জুতা বা মোজা খুলে রাখার পর কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারারাত রেখে দিন। পরদিন ব্যবহারের পূর্বে বেকিং সোডা (baking soda) ফেলে দিয়ে তারপর ব্যবহার করুন অথবা পুরাতন সুতি কাপড় কিংবা মোজার ভেতরে বেকিং সোডা রেখে গিঁট বেঁধে রেখে দিন সারারাত। এতে খুব ভালো ফল পাওয়া যায়।
২) টি ব্যাগ
আপনার নিত্য ব্যবহৃত টি ব্যাগ রেখে দিতে পারেন জুতার ভেতরে। এটি ব্যাকটেরিয়া (bacteria) জন্মাতে বাঁধা দেয়। তাই প্রথমে ফুটন্ত পানিতে টি ব্যাগ কয়েক মিনিট রেখে দিন। এরপর এটিকে তুলে ঠান্ডা হলে জুতার মধ্যে রেখে দিন এক ঘণ্টা। এরপর টি ব্যাগটি ফেলে দিন!
৩) ভিনেগার
ভিনেগার ব্যবহারের ফলে অ্যাসিডিক (acidic) পরিবেশ তৈরি হয় ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এর জন্য যেকোন ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো কাজ করে আপেল সাইডার ভিনেগার। একটি পাএে ৬/৮ কাপ গরম পানি নিয়ে নিন এরপর এর মধ্যে ১/২ কাপ ভিনেগার মিশিয়ে নিন এবং এই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন ১০/১৫ মিনিট। এরপর সাবান দিয়ে পা ধুয়ে ফেলুন যেন পায়ে ভিনেগারের গন্ধ না থাকে।
৪) কমলার খোসা
জুতার দুর্গন্ধ দূর করতে জুতার মাঝে কয়েকটি কমলার খোসা সারারাত রেখে দিন। কমলার খোসা সমস্ত দুর্গন্ধ শুষে নিবে। ব্যবহারের পূর্বে খোসাগুলো ফেলে ব্যবহার করুন।
৫) বেবি পাউডার
বেবি পাউডার শুধুমাত্র বাচ্চাদের ত্বকের যত্নে ব্যবহার ছাড়াও নানা কাজে ব্যবহৃত হয়। এটি জুতার দুর্গন্ধ দূর করতেও বেশ কার্যকর। জুতা পায়ে দেয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়।
৬) ফেব্রিক সফেনার সিট
জুতার দুর্গন্ধ দূর করার আরও একটি সহজ ও কাযকরী উপায় হচ্ছে ফেব্রিক সফেনার সিট। সারারাত এক টুকরো ফেব্রিক সফেনার সিট (fabric softener sheet) জুতার মধ্যে রেখে দিন। এরপর সিটটি বের করেই জুতাটি ব্যবহার করতে পারবেন!
৭) লবঙ্গ
এক টুকরো কাপড়ের ভেতর অথবা পুরানো মোজায় কয়েকটি লবঙ্গ রেখে গিঁট বেঁধে রেখে দিন সারারাত। আপনার জুতার দুর্গন্ধ দূর হবে সহজেই। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাওয়া যায়।
জেনে নিলেনতো কিভাবে ঘরোয়া উপায়ে কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে সহজেই মুক্তি পাওয়া যায় জুতার দুর্গন্ধ থেকে! তবে আর দেরি কেন? যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নিজেকে মুক্তি দিন এই সমস্যা থেকে! আর একটা কথা না বললেই নয়, পা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। যাদের প্রচুর পা ঘামে, তারা পা ধোবার সাথে সাথে পা মুছে ফেলুন। আর ঘাম কমাবার টিপস দেই একটা? কর্পূরের পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে করে পায়ের যে ঘাম হয়, তা আস্তে আস্তে কমে আসবে। উপরের পদ্ধতি অনুসরণের পাশাপাশি জুতা মোজা পড়ার আগে পা ভালো করে ধুয়ে-মুছে সামান্য বেবি পাউডার ব্যবহার করুন সবসময়। তারপর জুতা মোজা পায়ে দিন। আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।