বিনোদন ডেস্ক : বলিউডের বক্স অফিসে শোরগোল ফেলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবিতে অভিনয় করে সাড়া জাগিয়েছেন অভিনেতা দর্শন কুমার (Darshan Kumar)। ২০০১ সালে ‘মুঝে কুছ কহনা হ্যায়’ ছবিতে একটি ছোট্ট চরিত্রের সঙ্গে বলিউড সফর শুুরু হয়েছিল অভিনেতার, তবে পরিচিতি পেতে অপেক্ষা করতে হয় প্রায় দেড় দশক। ২০১৪ সালে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে ‘মেরি কম’ ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন দর্শন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে অতীতের দিনগুলো ফিরে দেখলেন দর্শন, তাঁর কথায় এই জার্নিটা কোনও ‘রোলার-কোস্টার রাইডের চেয়ে কম নয়’। কেরিয়ারের শুরুর দিকের স্ট্রাগলের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মুম্বইয়ের নানান প্রান্তে অডিশন দিতাম। সেখানে ফর্ম্যাল পোশাকে যেতে হত। ভালো জুতো কেনার টাকা ছিল না, তাই ফুটপাত থেকে ২০০-৩০০ টাকার জুতো কিনতাম। আমি হেঁটে হেঁটে অডিশন দিতে যেতম, বাস ভাড়ার টাকা ছিল না, সেই টাকায় পার্লে-জি বিস্কুটের প্যাকেট কিনে খেতাম। চা পেলে ঠিক আছে, নয়ত ওই বিস্কুটের প্যাকেট আর জল খেয়ে আমাকে সারাটা দিন কাটাতে হত’।
View this post on Instagram
দর্শন যোগ করেন এক হৃদয় নিংড়ানো ঘটনার কথা। একবার অডিশন দিয়ে ফেরার পথে জুতো ছিঁড়ে গিয়েছিল তাঁর, রাতের অন্ধকারে সেই ছেঁড়া জুতো হাতে নিয়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে ফিরেছিলেন তিনি। বেশিরভাগ রাতেই খালি পেটেই ঘুমাতে হতো তাঁকে, কারণ বাইরে কিছু কিনে খাওয়ার মতো টাকা তাঁর পকেটে থাকত না।
‘মেরি কম’-এর পর থেকে ধীরে ধীরে দর্শনের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। এরপর এনএইচ ১০,সর্বজিতের মতো ছবি, আশ্রম, দ্য ফ্যামিলিম্যানের মতো ওয়েব সিরিজে দেখা মিলেছে তাঁর।
চলতি বছরেই বাজারে আসছে রয়েল এনফিল্ড এর ৫টি নতুন দুর্দান্ত বাইক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।