Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদা প্রধান উসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছেন বলে তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে এনবিসি নিউজ।
তবে কোথায় কখন তিনি নিহত হয়েছেন কিংবা তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা, কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।
হামজার নিহত হওয়া নিয়ে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
গত বছরে আল-কায়েদার মিডিয়ায় প্রকাশ করা বিবৃতিতে আরব উপদ্বীপের লোকজনের বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন হামজা। এতে সৌদি আরবকেও হুমকি দেয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।