আমির খানের দঙ্গলকেও টপকে যাচ্ছে ‘কেজিএফ ২’

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ভারতীয় হিন্দি সিনেমার সর্বকালের সেরা ছবির তালিকায় শীর্ষে যাওয়ার পথে এগোচ্ছে ‘কেজিএফ ২’।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘কেজিএফ ২’র হিন্দি সংস্করণ মুক্তির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৩৩০ কোটি রুপি আয় করেছে। মুক্তির ত্রয়োদশ দিনে আয় ছিল ৭ কোটি রুপি।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এভাবে এগোতে থাকলে অচিরেই হিন্দি সিনেমার ‘বক্স অফিস চ্যাম্পিয়ন’ অভিনেতা আমির খানের ‘দঙ্গল’কে ছাড়িয়ে যাবে এ সিনেমা।

সুপারহিট তকমা পাওয়া ‘কেজিএফ ২’র হিন্দি সংস্করণটি ইতোমধ্যে ভারতের বেশ কিছু রাজ্যে ‘দঙ্গল’র আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

কন্নড়ি সিনেমা ‘কেজিএফ ২’ হল ‘কেজিএফ’র সিক্যুয়েল। একটি সোনার খনির দখল নিয়ে লড়তে থাকা একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে এর কাহিনী।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ; বলিউড তারকা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনও রয়েছেন এ সিনেমায়। আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীনিধি শেঠির মতো তারকারা।

‘কেজিএফ ২’ মুক্তি পায় গত ১৪ এপ্রিল। কন্নড় ভাষায় নির্মিত সিনেমাটি আর কয়েকটি ভাষাতে ভাষান্তর করে মুক্তি দেওয়া হয়।

দেবের গোপন তথ্য ফাঁস