বিনোদন ডেস্ক : ট্রেলারেই ঝড় তুলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সিনেমাটি মুক্তির অপেক্ষায় চাতকের ন্যায় তাকিয়ে সিনেপ্রেমীরা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। এ উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
আর অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ভারতীয়রা। মুক্তির আগেই অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে অ্যাকশনধর্মী সিনেমাটি। অগ্রিম টিকিট বিক্রিতে কিছুদিন আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ‘আরআরআর’ সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।
এ তথ্য দিয়ে বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনেক চড়া দামে। মুম্বাইতে একটি টিকিট ১৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। আর দিল্লিতে সেই অংকটা ১৮০০ থেকে ২০০০ রুপি।
তরণ আদর্শ জানান, ‘আরআরআর’ – এর হিন্দি ভার্সনে অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল ৫ কোটি রুপির মতো। আর কেজিএফ মুক্তির চারদিন আগেই সেই রেকর্ড গুঁড়িয়ে ১০ কোটিতে পৌঁছে গেছে।
পিঙ্কভিলার এক প্রতিবেদন জানিয়েছে, শনিবার পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। মাত্র ১২ ঘণ্টায় হিন্দি ডাবিংয়ের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
কেবল হিন্দি প্ল্যাটফর্মের অগ্রিম টিকিট বিক্রির আয় ১০ কোটি রুপি। বাকি চারদিনে অংকটা ২০ কোটি ছাড়িয়ে যাবে নিশ্চিত। মোট পাঁচ ভাষায় অগ্রিম টিকিট বিক্রির হিসাব করলে অংকটা ৫০ কোটি রুপি পেরিয়ে যাবে বলে প্রায় নিশ্চিত ধরা যায়।
মুক্তির আগেই ৫০ কোটির ব্যবসা ‘কেজিএফ-২’ – এর জন্য স্বাভাবিক মনে করছেন ভারতের সিনেবিশ্লেষকরা। কেননা সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার ঈর্শ্বণীয় সাফল্য পায়। এতে অভিনয় করে আকাশচুম্বী খ্যাতি পান দক্ষিণী তারকা যশ। এর সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ -তেও আছেন যশ।
এটি ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা হিসেবে অবস্থান ধরে রেখেছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর অবিশ্বাস্য রেকর্ডও গড়েছে সিনেমাটি। ট্রেলারেই সিনেমাটি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
অনেকের মতে, মুক্তি পেলে সিনেমাটি চলমান সুপারহিট ‘আরআরআর’ -কেও পেছনে ফেলে দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।