বিনোদন ডেস্ক : পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কেকে। তার মৃত্যুর পর পুরোনো একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। এ আলাপচারিতায় কেকে তার শখের বিষয়ে কথা বলেছেন।
এতে কেকে জানান, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি তার আলাদা একটা ভালোবাসা রয়েছে। তাদের একটি মারুতি গাড়ি ছিল। গাড়িটি চালানোর প্রবল ইচ্ছা থাকলেও তার বাবা তাকে কোনোদিন ওই গাড়ি চালাতে দেয়নি। প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা জানালেও চাবি পাননি। তাই সাবানের মধ্যে গাড়ির চাবির ছাপ নিয়ে নকল চাবি বানিয়ে নিয়েছিলেন এই শিল্পী।
ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পর কেকে তার গাড়ি কেনার শখ পূরণ করেছেন। তার কাছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ছিল। ভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি—কেকের সংগ্রহে ছিল জিপ চেরোকি, মার্সিডিজ বেঞ্চ এ ক্লাসের মতো গাড়ি। সম্প্রতি অডি আরএস৫ মডেলের একটি গাড়ি কেনেন তিনি।
কেকে তার গানের জন্য জনপ্রিয় হলেও তার গাড়ির শখ সম্পর্কে খুব কম মানুষই জানেন। কেকের সংগ্রহে জিপ, মার্সিডিজের মতো গাড়ি থাকলেও, তার সবচেয়ে প্রিয় ছিল অডি আরএস৫।
চলতি বছরের জানুয়ারিতেই স্ম্যাশিং মেটালিক রেড পেইন্ট অডি আরএস৫ গাড়িটি কেনেন কেকে। ইনস্টাগ্রামে সেই ছবিও শেয়ার করেছিলেন। এ গাড়ির মূল্য ১ কোটি ৪ লাখ রুপি। কেকের সংগ্রহে যে জিপ চেরোকি গাড়িটি ছিল তার দাম ৭৫ লাখ রুপি (এক্স শোরুম)। মার্ডিডিজ বেঞ্জ এ ক্ল্যাসিক গাড়ির দাম প্রায় ৪ কোটি রুপি। কিন্তু ২০১৯ সালে এই গাড়ির উৎপাদন বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।