আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ এবং চূড়ান্ত পর্ব। তবে দেশটির নির্বাচনে লড়াই এবার হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি, মূল ভোটপর্বের আগে সমীক্ষায় অন্তত সেটাই দেখা গেছে। কে বসবেন হোয়াইট হাউসের মসনদে, তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টা পর। কিন্তু তার আগেই ভবিষ্যদ্বাণী করে ফেলল থাইল্যান্ডের একটি শিশু জলহস্তী।
যুক্তরাষ্ট্রের ২০২৪-এর নির্বাচনে কে জিতবে, তা নিজেই বেছে নিয়েছে জলহস্তীটি। শুনে অবাস্তব মনে হলেও, এটাই সত্যি। মু ডেং নামের একটি শিশু জলহস্তীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর মধ্যে কে জিতবে, তা অনায়াসেই বেছে নিতে পারল সে। গোটা ব্যাপারটা কীভাবে ঘটল?
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, জলহস্তীটিকে দুটি কুমড়া দেয়া হয়েছে। দুটিই আধখানা করে কাটা। ফলের ঝুরির মতো করে সাজানো হয়েছে। সেখানে একটায় লেখা কমলা হ্যারিস ও অন্যটায় ডোনাল্ড ট্রাম্পের নাম।
এরপর জলহস্তীটি ধীরে ধীরে ফল পর্যন্ত এল। তারপরে বেছে নিল ডোনাল্ড ট্রাম্পকে। ভিডিওটিতে শোনা যায়, সেখানে উপস্থিত বহু মানুষ ওই ঘটনা দেখে হইহই করে ওঠে।
Moo Deng, famous baby hippo, predicts Donald Trump will win the election. pic.twitter.com/UqUnRhU0Nr
— The Rabbit Hole (@TheRabbitHole84) November 4, 2024
উল্লেখ্য, ২০২৪-এর জুলাইতে জন্ম মু ডেং। তারপর থেকেই সে ইন্টারনেটে ভাইরাল। তার অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। অর্থাৎ এক কথায় সে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। বহু মানুষ তাকে ভালোবাসে। কয়েকদিন আগেই তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে মু ডেং-কে ‘মুনওয়াক’ করতে দেখা যায়। সেখান থেকেই বড় পরিচিতি পায় জলহস্তীটি।
এদিকে রয়টার্স-ইপসোস এবং সিবিএস-ইউগভ সমীক্ষা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এক শতাংশ ব্যবধানে এগিয়ে। আবার নিউইয়র্ক চাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএন-এসএসআরএস সমীক্ষায় দেখা যাচ্ছে, দুই প্রার্থীর ঝুলিতেই সমপরিমাণ সমর্থন রয়েছে।
যু.ক্ত.রাষ্ট্রের নি.র্বা.চ.নের ঠিক আগে সবচেয়ে বড় মি.থ্যা.চা.র, বি.ভ্রা.ন্তি.ক.র দাবি
অন্যদিকে সিএনবিসি সমীক্ষায় ৪৮-৪৬ শতাংশের ব্যবধানে এগিয়ে ট্রাম্প। আর ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষাতেও ট্রাম্প এগিয়ে ৪৭-৪৫ শতাংশ ব্যবধানে।
সূত্র: দ্য ওয়াল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।