কাবা শরীফের প্রাঙ্গণে ভাই ও বোনের ছবি ভাইরাল

কাবা শরীফের প্রাঙ্গণে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণে তপ্ত রোদে নামাজ পড়ছেন এক পুরুষ। তারই পেছনে ছায়ায় বসে আছেন এক নারী। জানা যায়, সম্পর্কে তারা ভাই-বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে ছবিটি।

কাবা শরীফের প্রাঙ্গণে

জানা যায়, আবদুর রহমান আল সাহলি নামে মক্কার স্থানীয় এক ফটোগ্রাফার ছটিটি তোলেন। ছবিটি প্রথমে ‘হার্ট মক্কা’ নামের অ্যাকাউন্ট থেকে টুইটারে প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে শেয়ার হয়। একপর্যায়ে সেই সেই নারীও ছবিটি দেখেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত আবির নাজ্জার নামের সেই নারী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন।

এক টুইট বার্তায় আবির বলেন, ভাইসহ তিনি ওমরাহ পালন করতে মক্কা গিয়েছিলেন। পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কালে ছবিটি তোলা হয়। পরবর্তী সময়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তিনি বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ এ ভ্রমণকে স্মরণ করতে আমাদের এমন একটি ছবি আছে। তা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। ’ এরপর সবাইকে রমজান কারিম বলে শুভেচ্ছা জানান তিনি।

অবশ্য প্রথম দিকে ছবির ক্যাপশনে প্রথমে ওমরাহ পালনকারী এক নারী স্বামীর ছায়ায় আছেন বলে ফটোগ্রাফার লিখেছিলেন। পরবর্তী সময়ে তাদের ভাই-বোনের সম্পর্ক জানা গেলে তা সংশোধন করা হয়।