বিনোদন ডেস্ক : এই দেখা অগুনতি দর্শকদের জন্য কাঙ্ক্ষিত ছিলো। কারণ, তাদের এই প্রিয় জুটির ভেতর তৈরি হয়েছে দূরত্ব। এমনকি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চলতি সিজনেও নেই ইভা চরিত্রটি।
এমন পরিস্থিতিতে এই জুটির যেন হঠাৎ মিলন হলো। সেও আবার দূর কানাডায়! তাদের সেই মুহূর্তটি নিশ্চয়ই আবেগঘন ছিলো। যা ছবিতেও স্পষ্ট। তবে তারচেয়ে খুশির বহিঃপ্রকাশ ঘটছে এই জুটির ভক্তদের পক্ষ থেকে, সোশ্যাল হ্যান্ডেলে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে কাবিলা ও ইভা চরিত্রে অভিনয় করছিলেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।
বর্তমানে অভিনয়ের ওপর একটি কোর্স করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পারসা ইভানা। সেখান থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন কানাডায়। অপরদিকে, জিয়াউল হক পলাশ বাংলাদেশ থেকে গিয়েছেন কানাডায় একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। সেখানেই এই জুটির দেখা হয়।
দু’জনের দেখা হওয়ার মুহূর্তটা দারুণভাবে কাটে। সময় নিয়ে গল্প করেন, পুরনো দিনের স্মৃতিচারণাও হয়। সেই মুহূর্তের ছবি তারা প্রকাশ করেন ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভক্তদের কমেন্টগুলো এমন, ‘তোমাদের দেখে মনটা ভালো হয়ে গেছে’, ‘কাবিলা-ইভা মানেই একটা ফ্রেশ স্মৃতি’ ইত্যাদি। ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা-ইভা আবারও যেন এক ফ্রেমে আসে, এটাই যেন ভক্তদের একমাত্র চাওয়া।
তবে অনুমান করা যাচ্ছে, এরমধ্যে তারা দু’জনে একক নাটকের শুটিংও করেছেন কানাডার মনট্রিয়েলে। তবে সেসব বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ দু’জনে।
এদিকে সম্প্রতি ভীষণ মনখারাপের বার্তা পাঠিয়েছেন পারসা। তিনি জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ না থাকতে পারায় তার খারাপ লাগার কথা।
এ বিষয়ে পারসা বলেন, ‘‘ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। আমি আমার মধ্যে ইভাকে দেখতে পাই। এবারের ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আমি নেই, এতে অবশ্যই আমার খারাপ লাগা রয়েছে।’’
এরপর অনেকটা আবেগতাড়িত হয়েই তিনি বলেন, ‘আমার মনে আছে, যেদিন সংবাদ সম্মেলন হয়, সেদিন আমি একাই কেঁদেছি। খুব খারাপ লাগছিল, সবাই ছিল শুধু আমি ছিলাম না। তবে আমি তাদের জন্য খুশি। কোনও কিছুই কারও জন্য থেমে থাকে না। আমি চাই প্রতিটি টিম মেম্বার এগিয়ে যাক। মাঝে মাঝে অন্যদের ভালো দেখতেও অন্য রকম অনুভূতি হয়। সবার হয় কিনা জানি না, আমার ভালো লাগে।’
এই অভিনেত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তিনি অভিনয় শিক্ষার পাশাপাশি ‘ড্যান্স সামার ইনটেনসিটি’ নামের একটি নাচের কোর্সও করছেন। সব ঠিক থাকলে আগস্টে দেশে ফিরবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।