কবিরহাটে নৈশ প্রহরীকে হত্যার পর ৩ কোটি টাকার স্বর্ণ লুট

স্বর্ণ লুট

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল শহীদ উল্যাহ নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে।

স্বর্ণ লুট

শুক্রবার ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, শুক্রবার ভোর রাতের দিকে ৪০-৫০ জনের একদল ডাকাত পিকআ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ঢুকে। ওই সময় তারা গ্রীল কেটে নূর জুয়েলার্স, মা-মনি জুয়েলার্সের ভেতরে ঢুকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে স্বর্ণের লকার ভেঙে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

একই সময়ে নূর জুয়েলার্স থেকে ৭ ভরি স্বর্ণ, আড়াইশ’ ভরি রুপা লুট করে নিয়ে যায় তারা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকাত দল নৈশ প্রহরীকে মাথায় আঘাত করে, পরে অতিরক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নির্লজ্জের চূড়ান্ত সীমা পৌছাল এই ওয়েব সিরিজ, একা দেখুন

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নিহত নৈশ প্রহরীর পরিবারের জন্য ৫০ হাজার টাকা এবং দুটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৩ লাখ টাকা প্রদান করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।