বিনোদন ডেস্ক : বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের জীবনী নির্ভর সিনেমা ‘পদাতিক’ অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
গত বছর থেকেই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ গত বছরই শুরু হয়েছে ‘পদাতিক’ সিনেমার নির্মাণ। বরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এ সিনেমায় মৃণাল সেনের জীবনী বড়পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক।
মৃণাল সেনের ভূমিকায় এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ। অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় জীবনের তাই অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে এই সিনেমা।
২৯ জুলাই সোমবার প্রকাশ পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘জনতার হাতে হাতে’। গানটি গেয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানটির সুরও লেখা তারই। সেই চেনা কবীর সুমনের ঢংয়ে গেয়েছেন গানটি। গানে হারমোনিকাও বাজিয়েছেন এই গুণী শিল্পী।
গানটি শেয়ার করে ছবিটির পরিচালক সৃজিত লিখেছেন, ‘জাতিস্মরের ঠিক এক দশক পর, আবার আমাদের ছবিতে কবীর সুমনের গান।’ বলে রাখা ভালো, ২০১৪ সালে সৃজিত মুখোপাধ্যায় ‘জাতিস্মর’ ছবিটি নির্মাণ করেছিলেন। সেখানে ছিল কবীর সুমনের গান। তারপর আর তার ছবিতে শোনা যায়নি এই শিল্পীর গান।
ভারতের স্বাধীনতা দিবসের দিনটি ভারতবাসীর কাছে গর্বের। তাই মৃণাল সেনের মতো বিশ্ববরেণ্য পরিচালকের বায়োপিক পর্দায় আনার এটাই শ্রেষ্ঠ দিন বলে মনে করেছেন এ সিনেমার পরিচালক সৃজিত।
ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমায় মৃণাল সেনের ছ’টি লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যা অভিনেতার জীবনের অনেক বড় এক প্রাপ্তি। জীবনের এক কঠিন সময় এই সিনেমার কাজ সেরেছেন চঞ্চল চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।