অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। চোটের কারণে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে সিডনির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) ম্যাচ চলাকালীন অ্যালেক্স কেয়ারির ক্যাচ নেয়ার সময় এই ঘটনা ঘটে। চোটের তীব্রতা বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খবর- টাইমস অফ ইন্ডিয়া
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে অ্যালেক্স কেয়ারির গুরুত্বপূর্ণ ক্যাচটি ধরেছিলেন শ্রেয়াস আইয়ার। তবে সেই মুহূর্তেই তার বাঁপাশের পাঁজরে মারাত্মক চোট লাগে। পরে ড্রেসিংরুমে ফিরে ব্যথা বাড়তে থাকলে আর দেরি না করে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে,‘অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ার পর শ্রেয়াস আইয়ারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে এবং তার শারীরিক পরিস্থিতি অনুযায়ী অন্তত দুই থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’
ড্রেসিংরুমে শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে বিসিসিআইয়ের মেডিকেল টিম কোনো ঝুঁকি নেয়নি। সূত্রটি আরও নিশ্চিত করেছে, দলের চিকিৎসক ও ফিজিও-র তত্ত্বাবধানে এখন তার অবস্থা স্থিতিশীল।
আদানপ্রদানের জন্য ভারত-বাংলাদেশের এক হওয়ার প্রয়োজন নেই : ফারিণ
তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আপাতত তিনি কবে নাগাদ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত করে বলা কঠিন। ৩০ বছর বয়সী এই ব্যাটারকে চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার আগে অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আসন্ন টি–টোয়েন্টি দলে শ্রেয়াস আইয়ার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



