বিনোদন ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম হয়ে উঠেছে যাকে ব্যবহার করে রাতারাতি ভাগ্যের ফের বদলাচ্ছে সাধারণ মানুষের। বীরভূমের ভুবন বাদ্যকারই হোক কিংবা রানু মন্ডল-এই সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে ঘুরে গিয়েছে তাদের ভাগ্যের চাকা আর এইবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল সেনসেশন এর তালিকায় নাম উঠল এক সবজি বিক্রেতার।
গ্রামের পথে পথে সবজি বিক্রি করে বেড়ানো এই অশীতিপর বৃদ্ধের অসাধারণ কবিতা বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। অনেক তো হলো গান-এইবার সাইবারবাসী মনো নিবেশ করেছে কবিতার দিকে। যদিও এখনো পর্যন্ত সবজি বিক্রেতাটির নাম-ঠিকানা,পরিচয় সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। তবে ইতিমধ্যেই “সবজি কাকু” হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি।
মলিন বসন পরিহিত এই বৃদ্ধটি এদিন তার কবিতার মাধ্যমে সবজি বিক্রির পদ্ধতি বর্ণনা করেছেন। একজন গ্রামের প্রান্তিক সবজি বিক্রেতা হওয়া সত্বেও নিজের শিল্পীসত্তাকে ভুলে যাননি এই অশীতিপর বৃদ্ধ। এমনকি নিজের বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো গ্রামের রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করে নিজের ক্ষুধা নিবারণের প্রয়াসকে সমাদর করেছে নেটদুনিয়া।
ফলতঃ বর্তমানে প্রশ্ন উঠছে! তবে কি ভুবন বাদ্যকারকে টেক্কা দিয়ে এইবার লোক সমক্ষে ভাইরাল হতে চলেছেন “সবজি কাকু”? নাকি ভুবন বাদ্যকারের জনপ্ৰিয়তার সমুদ্রে আবছা হয়ে হারিয়ে যাবেন তিনি? তিনি কি পারবেন বাংলার পরবর্তী “সবজি কাকু” হয়ে উঠতে? প্রশ্নের উত্তর দেবে সময়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।